ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টাকা না দেয়ায় ছেলের ছুরিকাঘাতে প্রবাসী বাবা নিহত হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত মগল মিয়া (৫৫) ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। ঘটনার পরই পালিয়েছে ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, মগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। তিনি এক মাস আগে দেশে ফিরেছেন। মগল মিয়ার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে মনির সবার বড়। ৩ সন্তানের জনক মনির ছিল অনেকটা ভবঘুরে প্রকৃতির। তার বিরুদ্ধে রয়েছে মাদকসেবন ও একাধিক বিয়ের অভিযোগ। সে বিভিন্ন দোকানে ও মানুষের কাছে ধারদেনা করতেন। নিজে কোনো কাজ না করে বাবার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতেন।

রোববার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগল মিয়া। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চায় মনির। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে বাবার বুকে ছুরিকাঘাত করে মনির। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

তিনি আরও জানান, ঘাতক মনির ও তার স্ত্রী ঘটনার পর পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহাদুর আলম/এসপি