বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের (সম্ভাব্য ঘুর্ণিঝড় সিত্রাং) প্রভাবে সাতক্ষীরায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববার (২৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন উপজেলায় এ বৃষ্টিপাত শুরু হয়।  

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিখার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সাতক্ষীরায় ইতোমধ্য হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলীয় অঞ্চলের ৩ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং এখনও পুরাপুরি ঘূর্ণিঝড়ে রুপ নেয়নি। ইতোমধ্য সিত্রাং বাংলাদেশ সিমান্তের দিকে ধেয়ে আসছে। আগামী ২৫ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সকালে সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং।
 
এদিকে, সাতক্ষীরা উপকূলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় মোট বেড়িবাঁধ আছে ৭০০ কিলোমিটার। এর মধ্যে ৩৫ পয়েন্টে ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। অপরদিকে, উপকূলীয় জনপদের মৎস্য ঘেরগুলো বেশ ঝুঁকিতে রয়েছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন করিব বলেন, উপকূলীয় উপজেলা প্রশাসনকে দুর্যোগ মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় জেলায় সাইক্লোন শেল্টারের সংখ্যা অনেক কম। আগামীতে নতুন করে আরও কিছু সাইক্লোন শেল্টার নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সম্প্রতি গাবুরা ইউনিয়নের চারপাশে নতুন করে টেকসই বাঁধ নির্মাণে এক হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি চলতি বছর নতুন বাঁধের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি সপ্তাহে মঙ্গলবার ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাব ফেলতে পারে উপকূলীয় এলাকায়। এ বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

এমএএস