ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে বন্ধ রাখা হয়েছে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই, খালাস ও পরিবহনের কাজ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সংকেত জারি করলে বন্দর প্রথম পর্যায়ের সতর্কতা বা ‘অ্যালার্ট-১’ জারি করে। আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর সংকেত জারি করলে বন্দর ‘অ্যালার্ট-২’ জারি করে। বিপৎসংকেত ৫, ৬ ও ৭ নম্বরের জন্য বন্দরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়। মহাবিপৎসংকেত ৮, ৯ ও ১০ হলে বন্দরে সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৪’ জারি করা হয়। সর্বোচ্চ সতর্কতা জারি হলে বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় সিত্রাং : প্রস্তুতি ও মোকাবিলা জরুরি 

মোংলা বন্দরের সচিব কালাচাঁদ সিংহ বলেন, বন্দরে সার, ক্লিনারসহ বিভিন্ন পণ্যব্যহী ১২টি জাহাজ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকাল থেকে পণ্য ওঠানামার সকল কাজ বন্ধ রয়েছে। বন্দর জেটিতে থাকা সকল জাহাজ বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়েছে।

তানজীম আহমেদ/আরএআর