বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাসে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেশ কয়েকটি স্থানে এবং চান্দিনা উপজেলায় সড়কের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ধীতপুর, হাসানপুর এবং চান্দিনার ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কয়েকটি টিম রাস্তায় নেমে গাছগুলো সরিয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশ এখন পরিষ্কার আছে। তবে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকায় গাছ ভেঙে পড়ার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

আরিফ আজগর/আরএআর