সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে ঘরের ওপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি নামে এক শিশুর (১) মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় শিশুটির মা সানজিদা খানম গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আফ্রিদি পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের মো. আবদুল্লার ছেলে।

আফ্রিদির বাবা আবদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমি জেলা শহরে ছিলাম। আমার ঘরে গাছ পড়েছে শুনেছি। তারপর হাসপাতালে স্ত্রী ও ছেলেকে ভর্তি করেছি। চিকিৎসক জানিয়েছেন, আমার ছেলে মারা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভাত খাচ্ছিলেন মা সানজিদা খানম। এসময় বসত ঘরের পাশের একটি গাছ ঘরের ওপরে এসে পড়ে। গাছ চাপায় ঘটনাস্থলেই শিশু আফ্রিদির মৃত্যু হয়।

এসময় তার মা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। শিশুটির মায়ের চিকিৎসাসহ যাবতীয় ব্যবস্থার দায়িত্ব আমি নেব।

হাসিব আল আমিন/এমএইচএস