উচ্চ আদালতে রিট আবেদনের প্রেক্ষিতে স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন যে পর্যায় পর্যন্ত স্থগিত ছিল, সেখান থেকেই শুরু করে পদ্ধতিগতভাবে আগামী ১৪ নভেম্বর নির্বাচন সম্পন্ন করতে হবে। সেদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। 

আগামী ১৪ নভেম্বর নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। মুঠোফোনে  তিনি ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত করে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার পাঁচ উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে এক নম্বর ওয়ার্ডে ২ জন ও দুই নম্বর ওয়ার্ডে ৩ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে পাঁচটি ওয়ার্ডে ২১ জন প্রার্থী রয়েছেন। এর আগে ২৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পাঁচটি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত দুইটি ওয়ার্ডে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি একক প্রার্থী রয়েছেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছিলেন। 

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ছিল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হয় ১৮ সেপ্টেম্বর, প্রার্থিরা মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করেন ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি হয় ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর।

জাহাঙ্গীর আলম/আরএআর