যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই ভাইকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ৪৯ বিজিবির একটি টহল দল সীমান্তের গাজীপুর পাকা রাস্তারওপরে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাদেরকে আটক করে। 

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)
 
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজিপুর পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়েছে। 

তিনি জানান, আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৯৬ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ্যান্টনি দাস অপু/আরএআর