অনুমোদনের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করায় নোয়াখালীতে তিনটি রেস্টুরেন্টকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, সড়ক অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় সাত দোকানির কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে  ৬৬ হাজার টাকা।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে চাটখিল বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইমরানুল হক ভূঁইয়া।

জানা গেছে, চাটখিলের রেস্টুরেন্টগুলোতে অতিরিক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাই এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ইমরানুল হক ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, একজন বেশি গ্যাস ব্যবহার করলে পাশের জন প্রয়োজন অনুযায়ী গ্যাস পাবেন না। এতে করে বিপর্যয় সৃষ্টি হতে পারে। তাই আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পাশাপাশি চাহিদার চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারে প্রতিষ্ঠান মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন নোয়াখালী বাখরাবাদ গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক আবিদ হাসান এবং চাটখিল থানা পুলিশ।

হাসিব আল আমিন/এমএইচএস