মুহিবুর রহমান

সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও দুইবারের উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। পৌরসভায় সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে তার সঙ্গে নির্বাচিত হয়েছেন আরও ১১ কাউন্সিলর। নির্বাচন কমিশন কর্তৃক ৮নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত থাকায় এই ওয়ার্ডের কেউ এখন পর্যন্ত পৌর পরিষদে যুক্ত হতে পারেননি।

মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফারুক আহমদ নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ২৬৩ ভোট পেয়েছেন।

বুধবার (২ নভেম্বর) রাতে ২০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মুহিবুর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন।

পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে মোট সাতজন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোমিন খান মুন্না। তিনি বহিষ্কৃত বিএনপি নেতা। তার প্রাপ্ত ভোট ৩০৭০টি। হ্যাঙ্গার প্রতীকে উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি মো. জালাল উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১৭ ভোট। মেয়র পদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ শিব্বির আহমদ খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম চামচ প্রতীকে পেয়েছেন ৮৩৮ ভোট এবং বিএনপি নেতা শফিক উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে ৬৬৯ ভোট।
 
পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন (চশমা প্রতীক), সংরক্ষিত ২নং ওয়ার্ডে রাসনা বেগম (আনারস প্রতীক) ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে লাকী বেগম (আনারস প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এছাড়াও সাধারণ ১নং ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক (উটপাখি প্রতীক), ২নং ওয়ার্ডে ফজর আলী (স্ক্রু ড্রাইভার প্রতীক), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি প্রতীক), ৪নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি প্রতীক), ৫নং ওয়ার্ডে রফিক মিয়া (উটপাখি প্রতীক), ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম প্রতীক), ৭নং ওয়ার্ডে জহুর আলী (পাঞ্জাবি প্রতীক) ও ৯নং ওয়ার্ডে শামীম আহমদ (পানির বোতল প্রতীক) নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান, পৌরসভায় মোট ৩৫ হাজার ৪৭০ ভোটার রয়েছেন। এর মধ্যে ২০টি স্থায়ী-অস্থায়ী কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০ হাজার ৮২৩টি ভোট কাস্ট হয়েছে। বাতিল ৬৩ ভোট ছাড়া বৈধ ভোটের সংখ্যা ২০ হাজার ৭৬০টি।

মাসুদ আহমদ রনি/আরএআর