বাংলাদেশ ও ভুটানের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন ভুটানের একটি প্রতিনিধি দল। 

বুধবার (৯ নভেম্বর) দুপুরে বুড়িমারী স্থল বন্দরের হলরুমে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও কূটনৈতিক বিভাগের চিফ মিস. শেওয়াং লাদেনসহ স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. ফেরদৌস আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাহাঙ্গীর কবির, (তিস্তা ব্যাটালিয়ন-২) ৬১ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

বুড়িমারী স্থলবন্দর হলরুমে উক্ত প্রতিনিধি দলটি (তিস্তা ব্যাটালিয়ন-২) ৬১ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের নেতৃত্বে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ সভায় যোগ দেন।

উক্ত যৌথ সভায় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মি. থিংলে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. ফেরদৌস আলম, যুগ্ম-সচিব মো. জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক সুমন, বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক সহকারী পরিচালক মো. গিয়াস উদ্দিনসহ বুড়িমারী স্থলবন্দর ও বুড়িমারী শুল্ক স্টেশনের অন্যান্য কর্মকর্তাগণ অংশ নেন।

উক্ত যৌথ সভায় ভুটানের প্রতিনিধি দলটি বাংলাদেশ ও ভুটানের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ড সম্প্রসারণ, বুড়িমারী স্থলবন্দরে প্রবেশের রাস্তা প্রশস্তকরণ, বুড়িমারী-চ্যাংড়াবান্ধা রেল সংযোগ স্থাপন, আমদানি শুল্ক কমানো, ভুটানি পণ্যবাহী ট্রাক আনলোড পরবর্তী ফেরত যাওয়ার সময়সীমা বৃদ্ধির সুপারিশ করেন।

নিয়াজ আহমেদ সিপন/এমএএস