সুরঞ্জিত দেউরি

বাবা মারা গেছে মাস ছয়েক আগে। এবার মা মারা গেলেন পরীক্ষার আগের দিন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে মায়ের মরদেহ রেখেই কেন্দ্রে এইচএসসির ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করলেন পিরোজপুরের সুরঞ্জিত দেউরি। 

তিনি আমানউল্লাহ মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত রঞ্জিত দেউরির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সুরঞ্জিতের বাবার ছয় মাস আগে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মৃত্যু হয়। গতকাল বুধবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মা দিপু রানী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভোররাতে বাড়িতে নিয়ে আসা হয় তার মরদেহ। শেষকার্য রেখেই ছেলে সুরঞ্জিত ভান্ডারিয়া সরকারি কলেজের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

শিক্ষার্থী সুরঞ্জিত দেউরি বলেন, বাবা কয়েকদিন আগেই মারা গেলো। এখন মা মারা গেলো। মৃত্যু তো কারো হাতে নেই। এখন পড়াশোনা করে ভালো একটা অবস্থানে পৌঁছাতে হবে। এটাই আমার সর্বশেষ লক্ষ্য।

ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি আসলেই দুঃখজনক। আমরা যথাসম্ভব শিক্ষার্থীকে মনোবল যোগানোর চেষ্টা করেছি যাতে সে পরীক্ষা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে।

মো: আবীর হাসান/আরকে