সরকার ভয় পেয়ে আকাশে-বাতাসে-নদীতে অবরোধ দিয়েছে : মির্জা আব্বাস
বিএনপি সমাবেশস্থল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তিন দিন আগে অনেকেই এসেছেন এই সমাবেশে। সমাবেশ শুরু হয়েছে গত তিন দিন আগে থেকে। এই সরকার আমাদেরকে এত ভয় পায়, যে তারা আাকাশে বাতাসে ও নদীতে অবরোধ দিয়েছে। তিন দিন আগে আপনারা হেঁটে চাল, ডাল, আলু, পিঁয়াজ নিয়ে এসেছেন। এই সরকার জণগনকে আসলে ভয় পায়।
শনিবার (১২ নভেম্বর) সাড়ে ৪টায় ফরিদপুরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এই কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আসার সময় দোকানপাট দেখলাম বন্ধ। সরকার দোকানপাট বন্ধ করে দিছে। দুপুর থেকে নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক কাজ করে না৷ এই সরকার জলে স্থলে আকাশপথে বাধা দিচ্ছে। এখান থেকে যাতে লাইভ দিতে না পারে সেজন্য সরকার নেটওয়ার্ক বন্ধ করে দিছে। লোকজনের কষ্টও হচ্ছে। ফরিদপুর থেকে ভালবাসা নিয়ে গেলাম। সুযোগ পেলে খালেদা জিয়া ও তারেক রহমানকে জানাব আপনাদের ভালবাসার কথা।
তিনি আরও বলেন, ফরিদপুরবাসী এই উপস্থিতির মাধ্যমে ভালবাসার প্রমাণ দিয়েছে। এই সরকারের জনসমর্থন নাই। তাদের সমর্থক থাকলে তারা ভোটের মাধ্যমে যুদ্ধ করত। প্রধানমন্ত্রী বলেছেন আগামী ২৩ সালে দুর্ভিক্ষ হবে। আজকে আবার প্রথম আলোতে বলেছেন দুর্ভিক্ষ হবে না। এই সরকারের আমলে ডলার পাচার হয়েছে। চারিদিকে শুধু নাই নাই আর নাই। আছে শুধু আওয়ামী লীগ। আওয়ামী লীগের এক নেতা বলেন বিএনপি এদেশের জনগণের বোঝা হয়ে গেছে। এবার দেশে দুর্ভিক্ষ হলে হবে রাজনীতির কারণে। আগে কখনো রাজনৈতিক কারণে এদেশে দুর্ভিক্ষ হয় নাই। আমরা সরকারকে পদত্যাগের কথা বললে আমাদের গলা চেপে ধরেন। আর পারবেন না। আমাদের গলা চেপে ধরার দিন শেষ।
বিজ্ঞাপন
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী।
সৈয়দ মেহেদী হাসান/আরকে