এসিল্যান্ডকে ছুরিকাঘাত, ট্যারা রাসেল দুই দিনের রিমান্ডে
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পটুয়াখালী জেলার কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক আহতের ঘটনায় গ্রেপ্তার ট্যারা রাসেলের (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা জজকোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার এই আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মতিউর রহমান বলেন, দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে ট্যারা রাসেলকে আদালতে পাঠানো হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি ঢাকা যান এবং সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
মাহিদুল মাহিদ/এমজেইউ
বিজ্ঞাপন