সিএনজির তিন যাত্রীকে পিষে দিয়ে গেল মাটি ভর্তি ট্রাক
নরসিংদীর মনোহরদীতে মাটি ভর্তি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা কিশোরগঞ্জ সড়কের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মামুন (৩০), আছিয়া বেগম (৬০) ও আলেয়া বেগম (৬০)। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সকালে চালাকচর থেকে মাটিভর্তি একটি ট্রাক মনোহরদী পৌরসভার দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা এক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ধাক্কা লেগে সিএনজির সামনের অংশ ভেঙে যাত্রীরা নিচে পড়ে গেলে মামুনের শরীরের ওপরে ট্রাকের চাকা ওঠে যায়। এছাড়াও আরও চার যাত্রী আহত হয়।
এঘটনায় মামুন ঘটনাস্থলেই মারা যায় এবং আছিয়া বেগমসহ চার যাত্রীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় স্থানীয়রা। সেখানে আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন চিকিতসক। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎনাধীন অবস্থায় আলেয়া বেগম মারা যান।
বিজ্ঞাপন
নিহত আছিয়া বেগম শিবপুর উপজেলার দুলালপুর এলাকার কামাল উদ্দিনের স্ত্রী। মামুন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং আলেয়া বেগমের বাবার বাড়ি মনোহরদীতে। এ ঘটনায় আহতরা হলেন, আল-আমিন (৪০) ও শহিদুল ইসলাম (৫০)। তারা মনোহরদী উপজেলার বাসিন্দা।
আহত আল-আমিন জানায়, আমাদের বিপরীত দিক থেকে একটি বালুভর্তি ট্রাক বেপরোয়া গতিতে এবং বিকট শব্দ করে এগিয়ে আসছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা লাগে সিএনজির সঙ্গে এবং আমরা সবাই ছিটকে পড়ি রাস্তায়।
এ ঘটনায় মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা যায়নি। ট্রাকে মাটি বোঝাই ছিল। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
রাকিবুল ইসলাম/এমএএস