শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুর মহাসড়কের জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিআরটিসি ডামুড্যা বাস স্ট্যান্ড কাউন্টার সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটে বিআরটিসি (এসি) ডামুড্যা কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ৪০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত আহত যাত্রীদের পরিচয় জানা যায়নি।

বিআরটিসি টিকেট কাউন্টারের ম্যানেজার জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকাল সোয়া ১০টায় বাসটি ডামুড্যা থেকে ছেড়ে যায়। রাস্তা সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। তবে এখনও সঠিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আমাদের লোক এখনও দুর্ঘটনাস্থলে যেতে পারেনি। তারা যাওয়ার পর সঠিক খবর পাওয়া যাবে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আমজাদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বাসের নিচে কেউ চাপা পড়েছে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত না। আমাদের উদ্ধার কাজ এখনও চলমান।

সৈয়দ মেহেদী হাসান/আরকে