নেত্রকোণার সীমান্তবর্তী এলাকায় ধান খেতে এসে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বেতগড়া এলাকায় ধানের জমিতে কাদার মধ্যে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

বেলা ১১টার দিকে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ঘটনাস্থলে বিজিবি সদস্যরা রয়েছেন। মৃত হাতিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণ করা হচ্ছে, পাহাড় থেকে নেমে হাতিটি হয়তো বেশি ধান খেয়ে কাদার মধ্যে আটকে গিয়ে মারা গেছে। হাতিটির পেট ফুলে উঠেছে। অথবা বেশি বয়স হওয়ার কারণে স্বাভাবিকভাবেও অনেক সময় বন্য হাতিরা মারা যায়। এ হাতিটির ক্ষেত্রেও এমনই হয়েছে। বন বিভাগের লোকজনের কাছে মৃত হাতিটি হস্তান্তর করা হবে।

এদিকে স্থানীয় বেতগড়া গ্রামের বাসিন্দা রতন মিয়া বলেন, বন্য হাতিদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। কিছু দিন ধরে রাতে হাতিরা দলবেঁধে আমাদের জমিতে ধান খেতে নেমে আসে। হাতি তাড়াতে গিয়ে দুই দিন আগে আমাদের পাশের গ্রামের নুরুল ইসলাম নামে এক কৃষক মারাও গেছেন। 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে একদল বন্য হাতি আমাদের এলাকার ধান ক্ষেতে প্রবেশ করে। এ সময় হাতি দেখে এলাকার লোকজন সবাই বাড়িতে চলে যান। পরে সকালে একটি হাতি মৃত অবস্থায় দেখতে পাই। 

জিয়াউর রহমান/এসপি