সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে সকল মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীসহ সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা আম্বরখানা, লামাবাজারসহ বেশ কয়েকটি এলাকা থেকে মিছিল সহকারে বিএনপির নেতাকর্মীরা দলে দলে স্লোগান দিয়ে আলিয়া মাঠে প্রবেশ করছেন।

সমাবেশে আসা সিলেট ছাত্রদলের নেতা কয়েস খান বলেন, ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। ইন্টারনেট সংযোগের পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে। এত কিছু বন্ধ করেও জনসাগম ঠেকানো যায়নি।

সংবাদ সংগ্রহ করতে আসা বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গায় বসে আছি। হঠাৎ করেই ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সংবাদ পাঠাতে পারছি না।

এসপি