আটক মনিরুল ইসলাম

সংঘবদ্ধ একটি প্রতারক চক্র সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের থেকে হাতিয়ে নিয়ে আসছিল লাখ লাখ টাকা। টাকা নেওয়ার পর চাকরিপ্রার্থীদের দেওয়া হতো ভুয়া নিয়োগপত্র। বিনিময়ে তাদের থেকে নেওয়া হতো সই করা ফাঁকা চেক। ভুয়া নিয়োগপত্রে চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে উল্টো ফাঁকা চেকের মামলা দেওয়ার ভয় দেখানো হতো। চাঁপাইনবাবগঞ্জে এমনি একটি প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার গোমস্তাপুর বাসস্ট্যান্ড মোড়ের গোমস্তাপুর ইসলামীয়া হাসপাতালের সামনে রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রতারক চক্রের মূল হোতা গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর বৈরতলা গ্রামের মৃত এরফান আলীর ছেলে মনিরুল ইসলাম (৫৭)। র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

র‍্যাব জানায়, প্রচারক চক্রের মূল হোতা মনিরুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক স্টোর কিপার পদের একটি ভুয়া নিয়োগপত্রসহ হাতেনাতে আটক করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। 

র‍্যাব আরও জানায়, এসময় ভুয়া নিয়োগপত্র ছাড়াও একটি মোবাইল ফোন, সিমকার্ড, ফাঁকা চেক, তিনটি ভুয়া সিল ও একটি স্ট্যাম্প প্যাড জব্দ করে র‍্যাব। মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাকে আটক করতে র‍্যাবের একটি গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর জানান, আটককৃত মনিরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুক্তভোগীকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে। এর বিনিময়ে তার কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

মো. জাহাঙ্গীর আলম/আরকে