লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে চোর সন্দেহে বিএসএফের নির্যাতনে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ৯০১ নম্বর পিলার থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। 

নিহত সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী ইউনিয়নের ভুটিয়ামঙ্গল গ্রামের আছর উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাংলাদেশের অভ্যন্তরে ৯০১ নম্বর পিলারের কাছে গেলে তাকে চোর সন্দেহে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে ক্যাম্পের সদস্যরা লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশের গোতামারী ইউনিয়নের ভুটিয়ামঙ্গলে ফেলে দিয়ে যায়। সেখান থেকে পরিবারের সদস্যরা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সাদ্দাম।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও হাতীবান্ধা থানার ওসি ঘটনাস্থলে যান। তারা জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে নির্যাতন করা হয়েছে কি না সেটি পতাকা বৈঠকের মাধ্যমে জানা যাবে। এখনই এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

নিয়াজ আহমেদ সিপন/এসপি