ফরিদপুরে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতে এ ঘটনা ঘটে। মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মাহাবুবুর রহমান ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি সড়ক দুর্ঘটনা মামলার আসামি ছিলেন। এ মামলার হাজিরা দিতে তিনি আজ ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক মো. ফরিদ আহম্মেদের কোর্টে আসেন। এ সময় তিনি বারান্দায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক শামীম হোসেন ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে আসেন। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালে রয়েছে।

ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জহির হোসেন/এমজেইউ