স্বাধীন বাংলায় বরিশাল বিভাগের প্রথম ব্যান্ড গ্রুপ ক্রিডেন্সের লিড ভোকালিস্ট কুদরত এলাহী টুটুল (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুদরত এলাহী টুটুলের ছেলে তৌসিফ এলাহী। তিনি বলেন, বাবা বার্ধক্যজনিত বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন। আসরের পর বগুড়া রোড চৈতন্য স্কুল প্রাঙ্গনে জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।

কুদরত এলাহী টুটুল বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশালের ব্যান্ড শিল্পীসহ সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ক্রিডেন্স ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য জিল্লুর রহমান বলেন, ৫৫ বছরেরও অধিক সময় ধরে একসঙ্গে পথ চলা আমার ও টুটুলের। কত স্মৃতিই না আজ হাতড়ে বেড়ায়। চলতি বছর আমার দুই ভাই আমাকে ছেড়ে গেছে। এখন সব থেকে কাছের বন্ধুটিও ছেড়ে গেল। সবাই ওর জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, ১৯৭৪ সালে আমাদের ব্যান্ডের যাত্রা শুরু হয়। তখন ব্যান্ড বলা হতো না, পপ গ্রুপ বলা হতো। আজম খান ও ফেরদৌস ওয়াহিদের পপ গ্রুপ ছিল ঢাকায়, আর সেই সমসাময়িক সময়ে রিন্টু, রফিক, কাওসার, জন মাইকেল চৌধুরী পিন্টু ও আমি ক্রিডেন্স ব্যান্ডের প্রতিষ্ঠা করি। এরপর টুটুল আমাদের ব্যান্ডে ভোকালিস্ট হিসেবে যোগ দিলে আমাদের ব্যান্ড আরও চাঙ্গা হয়। তখনকার যুব সমাজের মাঝে টুটুল বেশ জনপ্রিয় ছিল।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ