কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির ৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার নতুন বাজার এলাকার বিএনপির দলীয় অফিসের সামনে এ ঘটনা ঘটে। হোসেনপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি মামলার আসামি ধরতে পুলিশের একটি টিম হোসেনপুর পৌরসভার নতুন বাজারে যায়। ওই সময় বিএনপির অফিসে তাদের মিটিং চলছিল। বিএনপি নেতাকর্মীরা মনে করেন তাদেরকে ধরতে পুলিশ গিয়েছে। তাই তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায় ও চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

তবে পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম মুনজুরুল ইসলাম জুয়েল বলেন, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা শেষে চা পান করার সময় পুলিশ গিয়ে সাতজনকে আটক করে নিয়ে যায়। পরে কুড়িঘাট মোড়ে ফাঁকা গুলি ছুড়ে। পুলিশের ওপর কোনো হামলা করা হয়নি।

এসকে রাসেল/এমজেইউ