পুলিশের ওপর হামলা ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে মহানগর যুবলীগ ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে স্থানীয় চন্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর জেলা শ্রমিক পরিবহন মালিক সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম-আহ্বায়ক সুমন আহমেদ শান্ত, যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, আবুল কালাম আজাদ মালম, দেলোয়ার হোসেন, আব্দুল হালিম মন্ডল, আমিন সরকার, পাপেল সরকার প্রমুখ।

কামরুল আহসান সরকার রাসেল বলেন, বিএনপি-জামায়াত আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। গাজীপুরে আমরা তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

অপরদিকে একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি মাওনা উড়াল সেতু এলাকা প্রদক্ষিণ করে। 

মিছিল শেষে উড়াল সেতুর নিচে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল হোসেন রিপনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরিফুল হক সজিব ভূঁইয়া, প্রচার সম্পাদক রাজিব খান, সদস্য সোহাগ মোড়ল প্রমুখ।

শিহাব খান/আরএআর