রংপুরের পীরগাছায় হারুন অর রশিদ রাসেল নামে এক ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখম করার মামলায় আওয়ামী লীগ নেতা শাহিন সরদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী এ নির্দেশ দেন।

আওয়ামী লীগ নেতা শাহিন সরদার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ এপ্রিল বিকেলে তিস্তার তীরে বেক্সিমকো পাওয়ার প্লান্টের ঠিকাদারি কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী হারুন অর রশিদ রাসেল স্থানীয় কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন সরদার ও তার সঙ্গী ১০-১২ জন পথরোধ করে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে জখম করে। এসময় রাসেল মাটিতে লুটিয়ে পড়লে তার নিকট থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান হামলাকারীরা।

এ ঘটনায় পীরগাছা থানা পুলিশ মামলা না নেওয়ায় ৪ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন ব্যবসায়ী হারুন অর রশিদ রাসেল। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিলে পিবিআই দীর্ঘ তদন্ত শেষে গত এপ্রিল মাসে আওয়ামী লীগ নেতা শাহিন সরদারের নামে চার্জশিট দাখিল করে। এরপর থেকে শাহিন সরদার পলাতক ছিলেন। রোববার মামলার ধার্য তারিখে আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

বাদীপক্ষের আইনজীবী হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেতা শাহিন সরদার দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ