কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল থেকে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার যুবদল নেতা কবির হোসেন কুমিল্লা মহানগর যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার যুবদল নেতা কবির হোসেন পূর্বের নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ঢাকা পোস্টকে বলেন, বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে বের হই। পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা করে যুবদল নেতা কবিরকে গ্রেপ্তার করে। আমরা এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তার মুক্তির জোর দাবি জানাচ্ছি।

আরিফ আজগর/এসপি