মাগুরা জেলা বিএনপির আহ্বায়কসহ ১৪ নেতাকর্মী আটক
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেন
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেনকে আটক করা হয়েছে। এই দুইজনসহ বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। আলী আহমেদ ও আকতার হোসেনকে আটকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশ শহরের হাসপাতাল পাড়ার বাড়ি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও শহরের স্টেডিয়াম পাড়ার বাড়ি থেকে জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেনকে আটক করেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, সরকার বিএনপির বর্তমান রাজনীতির গণজোয়ার দেখে ভয় পাচ্ছে। এজন্য মিথ্যা ও হয়রানিমূলকভাবে মাগুরার বিএনপি নেতাদের রাতের অন্ধকারে গ্রেপ্তার করছে। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞাপন
এমজেইউ