আটককৃতরা

ভারতে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জুড়ীর কচুরগুল নালাপুঞ্জি সীমান্তে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় নারী, শিশুসহ কয়েকজন ব্যক্তিকে আটক করেন এলাকাবাসী। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, তারা রোহিঙ্গা শরণার্থী। 

জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম বলেন, এলাকাবাসীর সহযোগিতা বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় সন্দেহজনক ৯ জনকে আটক করে ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়। পরে বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশে খবর দেই। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। 

আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার তাইংখালী গ্ৰামের মো. ইসমাঈল (১৬), কুতুপাল ক্যাম্পের সায়েদ (১৮), নূর কামাল, তহসিন মোহাম্মদ, সিনুয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি (২০), শহিদা বিবি (১৯), রায়হান (৪২)। 

জুড়ী থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও ১ বাংলাদেশী। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। ঘটনাস্থলে পুলিশ এখন‌ও আছে, তথ্য সংগ্রহ চলছে। 

ওমর ফারুক নাঈম/আরকে