কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশফাক আহমেদ শিহাব (৩৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশফাক আহমেদ শিহাব টাঙ্গাইলের সদর উপজেলার রেজিস্ট্রিপাড়া এলাকার মো. মোস্তফা শফির ছেলে। তার কয়েদি নম্বর-৪২০৭/এ।
বিজ্ঞাপন
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আশফাক আহমেদ শিহাবের বুকে ব্যথা শুরু হয়। এসময় তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে ইসিজি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সুব্রত কুমার বালা আরও বলেন, ঢাকার পল্লবী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে ছিলেন আশফাক। যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিহাব খান/এমজেইউ