দৌলতদিয়া-পাটুরিয়া-শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে জানা যায়-
রোববার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ফেরি চলাচল বন্ধের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাউদ্দিন।
তিনি বলেন, শনিবার রাত থেকে নদীপথে কুয়াশা বাড়তে থাকে। তবে ভোরের দিকে কুয়াশা ঘন হতে শুরু করে। এতে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এছাড়া কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে ফেরির মাস্টারদের সামনের পথ দেখতে সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে উভয় ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বিজ্ঞাপন
এদিকে ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী।
তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেশি। এতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। তাই শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কমলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।
মীর সামসুজ্জামান/সৈয়দ মেহেদী হাসান/এসপি