টাঙ্গাই‌লে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। এর আ‌গে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কের এ‌লেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজ‌ট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল।

জানা গেছে, রোববার (১৮ ডি‌সেম্বর) দুপুর ১২টা থে‌কে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়। এর আ‌গে মহাসড়‌কে যানজ‌টের কার‌ণে ঢাকামুখী প‌রিবহনগু‌লো বঙ্গবন্ধু সেতু পূর্ব থে‌কে ভুঞাপুর হ‌য়ে এ‌লেঙ্গা দি‌য়ে চলাচল ক‌রে‌ছে।

এর আ‌গে ঘন কুয়াশায় দৃ‌ষ্টিসীমা ৪০ মিটারের নি‌চে থাকার কার‌ণে সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে ভোররাত সা‌ড়ে ৪টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত টোল আদায় বন্ধ রা‌খে কর্তৃপক্ষ। এ‌তে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মো. ম‌মিনুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কার‌ণে মহাসড়‌কে গা‌ড়ির চাপ ছিল। ফলে বেলা সা‌ড়ে ১১টা পর্যন্ত গা‌ড়ির দীর্ঘ সা‌রি ছিল। প‌রে দুপুর ১২টার পর মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। কোথায় কোনো দুর্ঘটনা ঘ‌টে‌নি।

অভিজিৎ ঘোষ/এসপি