নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন (খ-অঞ্চল) এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আসাঢ়িয়ার চর এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে সেখানে রিলাক্স কিং নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও বাসের সুপারভাইজার জুবাইদ ভূইয়া ওরফে বিদ্যুৎ (৩০), চালক মামুন (৫২) ও হেলপার আব্দুল আউয়াল সিদ্দিককে (৩০) আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন পরিবহনে চাকরির আড়ালে ইয়াবা বহনের কাজে নিয়োজিত ছিলেন। তাদের সঙ্গে ঢাকার একটি বড় মাদক সিন্ডিকেটের যোগসাজস রয়েছে বলে তারা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় আটক তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের দেওয়া তথ্য আমলে নিয়ে চক্রের অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

আবির শিকদার/এমজেইউ