নীলফামারীর কিশোরগঞ্জে কম্বলের নিচে আটকে চার মাস বয়সী হাফিজা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু হাফিজা একই গ্রামের হামিদুল ইসলাম ও মা সাদেকা বেগমের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ঘরে ঘুমন্ত শিশু রেখে বাবা হামিদুল ইসলাম মাঠে কাজ করতে যান এবং মা সাদিকা রান্নাঘরে কাজে যান। রান্না শেষে মা ঘরে গিয়ে দেখেন শিশুটি কম্বলের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক শিশুটিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বাহাগিলি ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, শিশুটির বাবা মাঠে এবং মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল। রান্না শেষে শিশুটির মা ঘরে গিয়ে দেখেন শিশুটি কম্বলের নিচে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। শিশুটির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। 

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর পাইনি। 

শরিফুল ইসলাম/আরকে