গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, মহিমাগঞ্জ বাজারের পাটের গুদামটি ব্যবসায়ী আজহারুল ইসলামের। হঠাৎ করে দুপুরের দিকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গুদামের সব পাট পুড়ে যায়। গুদামের পাশে থাকা দুটি বাড়িও পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাটের গুদামের মালিক আজহারুল ইসলাম বলেন, কিভাবে আমার গুদামে আগুন লেগেছে তা জানি না। তবে পরিকল্পিতভাবে কেউ আগুন লাগাতে পারে। এ ঘটনায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

রিপন আকন্দ/এসপি