কাউন্সিলর প্রার্থীর কার্যালয় থেকে ৪ সন্ত্রাসী আটক
অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক
যশোর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর কার্যালয় থেকে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো প্রার্থী রবিউল ইসলাম রবির ছেলে শুভ (২৮) ও তার সহযোগী সবুজ (২৭), হিমেল (২০) ও রায়হান (২৮)। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি চাকু ও ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকরা চিহ্নিত সন্ত্রাসী ম্যানসেল বাহিনীর সদস্য।
বিজ্ঞাপন
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রোকিবুজ্জামান বলেন, গোপন সূত্রে জানতে পারি সন্ত্রাসী শুভসহ একটি চক্র এরশাদ আলী নামে এক বৃদ্ধকে চাঁদার দাবিতে আটকে রেখেছেন। এরপর কোতোয়ালি থানা, চাঁচড়া ফাঁড়ি ও সদর ফাঁড়ির পুলিশ ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়ে শুভসহ চারজনকে আটক করে। উদ্ধার করা হয় এরশাদ আলীকে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন্স) শেখ আবু হেনা মিলন জানান, অস্ত্রের ভয় দেখিয়ে দুদিন আগে এরশাদ আলীর কাছ থেকে সন্ত্রাসী শুভ ও তার দলবল ২ লাখ টাকা নেয়। আরও ৫ লাখ টাকা চাঁদার দাবিতে তারা এরশাদ আলীকে রাত ৭টার দিকে ধরে আনেন।
বিজ্ঞাপন
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আটক সন্ত্রাসী শুভসহ সবার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে।
জাহিদ হাসান/এমএসআর