যশোরে এরফান হোসেন (২৮) নামে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের খড়কি ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত এরফান ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতাক্ষদর্শী একই এলাকার চায়ের দোকানদার আবদুল আজিজ বলেন, বিকেলে এরফান কবরস্থানের পাশে দাঁড়িয়েছিলেন। এমন সময় পাঁচজন দুর্বৃত্ত এরফানের বুকে ছুরি মেরে কবরস্থানের পাশের রাস্তার দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমি দুর্বৃত্তদের চিনতে পারিনি। 

নিহতের মামাতো ভাই আবদুস সোবহান বলেন, খড়কি দক্ষিণপাড়ায় এরফান হোসেনের মুদি দোকান রয়েছে। কারও সঙ্গে তার বিরোধ নেই। কী কারণে তাকে হত্যা করা হলো সেটাও বুঝতে পারছি না।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কি কারণে কারা তাকে হত্যা করেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের আটকের পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ্যান্টনি দাস অপু/এমএএস