নেতাদের মুক্তির দাবিতে নেত্রকোণায় বিএনপির গণমিছিল
গণমিছিল
বেগম খালেদা জিয়াসহ দলের গ্রেপ্তার হওয়া সকল নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে নেত্রকোণায় গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলা শহরের সার্কিট হাউজের সামনে থেকে নেত্রকোণা জেলা বিএনপির নেতাকর্মীরা এই গণমিছিল বের করে।
মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়পাড় পুলিশ লাইন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিজ্ঞাপন
এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেন, সদস্য ফরিদ আহম্মেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহ-সভাপতি শরীফুজ্জামান ফকির, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা মৎস্য দলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, শামছুল হুদা শামীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, সৈয়দ রাজীব, সদর উপজেলা যুবদলের সভাপতি ফারুক আহমেদ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার সব নেতার নিঃশর্ত মুক্তি দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ কমিশন গঠন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গুম হওয়াদের উদ্ধারসহ আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
জিয়াউর রহমান/আরকে