পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব আজাহার আলী জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৪০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন হাসান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৯৭ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বেসরকারিভাবে আলহাজ্ব আজাহার আলীকে পৌর মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

এছাড়া সংরক্ষিত নারী আসনে ১-৩ নং ওয়ার্ডে ইসমতারা বেগম, ৪-৬ নং ওয়ার্ডে মোছা. ঝনা বেগম এবং ৭-৯ নং ওয়ার্ডে মোছা. সুলতানা বেগম নির্বাচিত হয়েছেন। আর সাধারন কাউন্সিলার পদে ১ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আরিফুজ্জামান আরিফ, ২ নং ওয়ার্ডে আমজাদ হোসেন বাবলা, ৩ নং ওয়ার্ডে খাদেমুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে জামাল উদ্দীন, ৫ নং ওয়ার্ডে আব্দুল মালেক, ৬ নং ওয়ার্ড়ে রুবেল ইসলাম, ৭ নং ওয়ার্ডে কাউছার আলম রুমি, ৮ নং ওয়ার্ড়ে মো সৈয়দ আলী এবং ৯ নং ওয়ার্ডে শাহজাহান আলী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ৯টি কেন্দ্রের ৪৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে কিছুটা ধীরগতি থাকলেও ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বলেন, নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের তিনটি ভ্রাম্যমাণ দল ও তিনটি স্ট্রাইকিং ফোর্সসহ প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসারের ১৬ জন সদস্য দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। পৌরসভা প্রতিষ্ঠার পর সীমানা জটিলতায় দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এসকে দোয়েল/এমজেইউ