কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
নেত্রকোণার কলমাকান্দায় কাভার্ডভ্যান চাপায় আইনুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মিজানুর রহমান (২৮) নামে আরও একজন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত আইনুল হক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধোপাকোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের এমদাদুল হক মল্লিকের ছেলে এবং আহত মিজানুর রহমান নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আইনুল হক গ্রামীণ ব্যাংকের দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া শাখায় সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং আহত মিজানুর রহমান একই শাখায় দৈনিক মজুরিভিত্তিক কাজ করতেন। আজ শনিবার তারা অফিসের কাজে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলায় যাওয়ার পথে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গেলে কাভার্ডভ্যানটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আইনুল। এসময় আহত মিজানুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিজ্ঞাপন
ওসি আবুল কালাম বলেন, কাভার্ডভ্যানচালক সাকিব হাওলাদারকে (২৩) আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. জিয়াউর রহমান/এমজেইউ