সিরাজগঞ্জে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম.কম লি: এর মালিক মো. রিপন মিয়ার (৩২) বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে শহরের ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাদাফ মোস্তফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শনিবার (৩১ ডিসেম্বর) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল বলেন, সদর থানা আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী সাদাফ মোস্তফা মামলায় ‍উল্লেখ করেন, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল দেওয়ার কথা বলে কিউকম.কমের মালিক মো. রিপন মিয়া তার কাছ থেকে মোট ৪ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি মোটরসাইকেল ও মোবাইল দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার অঙ্গিকার করেন।

এ অবস্থায় বাদী বার বার তাগাদা দিলেও ওই টাকা রিপন মিয়া ফেরত দেননি। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর গত ১৫ ডিসেম্বর টাকা দিতে অস্বীকার করেন তিনি।

শুভ কুমার ঘোষ/এসকেডি