পুলিশ সুপার প্রবীর রায় নির্যাতনের শিকার বৃদ্ধার খোঁজখবর নেন

ছেলে ও পুত্রবধূর অমানুষিক নির্যাতনের শিকার ৮০ বছরের বৃদ্ধা মা ফুল মতি। নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত কৃষ্ণপদ গাইনের স্ত্রী ফুল মতিকে প্রতিনিয়ত নির্যাতন করতেন ছেলেসহ পুত্রবধূ। বৃদ্ধা ফুল মতি শনিবার (৬ মার্চ) পুলিশ সুপার প্রবীর রায়কে (এসপি) নির্যাতনের ঘটনা খুলে বলেন।

এরপর বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এসপি প্রবীর রায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াসকে বলেন। পরে তিনি বৃদ্ধাকে নিয়ে বিষ্ণুপুর এলাকায় নিজ বাড়িতে রেখে আসেন। এ সময় তিনি ছেলেকে বলেন, ‘এরপর থেকে আমরা নির্যাতনের ঘটনা শুনলে আইনগত ব্যবস্থা নেব।’

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা মরে যাওয়ার পর থেকে মাকে প্রতিনিয়ত নির্যাতন করতেন ছেলে প্রবীর গাইন ও পুত্রবধূ। প্রবীর কৃষি কাজ করেন। সম্পত্তির লোভে মাকে নির্যাতন করতেন তিনি।

বুধবার (১০ মার্চ) পুলিশ সুপার প্রবীর রায় বৃদ্ধার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। তিনি বৃদ্ধাকে বলেন, ‘এরপরেও যদি পুত্রবধূ ও ছেলে আপনাকে নির্যাতন করে, আপনি আমাকে বলবেন। আমি সর্বদা আপনার পাশে আছি।’

খোঁজখবর নেওয়ার পর এসপি ওই বৃদ্ধাকে কিছু ফল দেন। ফল পেয়ে বৃদ্ধা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তিনি।

ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘ওই দিন এসপি স্যার আমাকে ফোন দিয়ে বৃদ্ধাকে বাড়িতে রেখে আসতে বলেন। আমি তাকে বাড়িতে রেখে ছেলে প্রবীর গাইন ও তার পুত্রবধূকে বলে আসছি, এরপর যদি নির্যাতনের ঘটনা আবার ঘটে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সুপার প্রবীর রায় ঢাকা পোস্টকে বলেন, ‘ওই দিনের ঘটনাটা শুনে আমার খুব খারাপ লাগছিল। আমি কাজের চাপের জন্য ওই বৃদ্ধার সঙ্গে যেতে পারিনি। আজ একটু খোঁজখবর নিতে বিষ্ণুপুর এলাকায় বৃদ্ধার বাড়িতে গিয়েছিলাম। উনি এখন ভালো আছেন। যদি আমরা কোনোরকম নির্যাতনের খবর পায় তাহলে ছেলে ও তার পুত্রবধূর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

এসকে সুজয় বিশ্বাস/এমএসআর