বন্য হাতির আক্রমণে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে অভিষেক পাল (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে কাপ্তাই-আসামবস্তি সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

অভিষেক পাল ঢাকার তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ হলেও তারা পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করেন।

অভিষেকের বন্ধু সাদমান সোবহান উদয় জানান, তারা ছয় বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সকাল ৯টার দিকে তারা দুইটি হাতির মুখোমুখি হয়। এ সময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। একটা হাতি পেছন পেছন গিয়ে তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে এ ঘটনা ঘটল।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ দেখার জন্য উপজেলা সদর হাসপাতালে ছুটে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও রফিকুজ্জামান শাহ, কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।

টগর রাজ মিশু মল্লিক/এসপি