কিশোরগঞ্জের ভৈরবে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব স্টেশন এলাকায় ৩ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। এছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি ভৈরব স্টেশনে আসার পর ইঞ্জিন ঘুরানোর সময় ‘ক’ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধারে রেলওয়ের লোকজন কাজ করছে। ৩ নম্বর লাইন ব্যতীত অন্য লাইনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। 

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে। কতক্ষণ লাগবে সেটা এখনই বলা যাচ্ছে না।

এসকে রাসেল/আরএআর