মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে যাত্রীসেবা পরিবহনের বাসটি বালুয়াকান্দি এলাকার রংধনু ফিলিং স্টেশনের সামনে পোঁছালে বাসটিতে আগুন লেগে যায়। 

এ সময় দ্রুত বাস থেকে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ভবেরচর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চলন্ত বাসটির গ্যাস সিলিন্ডার থেকে পাইপে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। এতে আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের অধিকাংশই পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সায়ারুল বলেন, ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ব.ম শামীম/আরএআর