একই ঝুটের গোডাউনে বার বার কেন আগুন?
খুলনার আড়ংঘাটার বকুলতলায় খানজাহান আলী জুট ট্রেডার্সের ঝুটের গোডাউনে তৃতীয়বারের মতো আগুন লেগেছে। সর্বশেষ শনিবার (৭ জানুয়ারি) ওই ঝুটের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় ড্যাম্পিং ডাউনের কাজ। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে একই ঝুটের গোডাউনে তিন দফা আগুন লাগাকে রহস্যজনক ও পরিকল্পিত বলছেন স্থানীয়রা। তাদের অভিযোগ- পরিকল্পিতভাবে এই গোডাউনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে মালিকের দাবি- আগুনে তার তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা অভিযোগ করেন, খানজাহান আলী জুট ট্রেডার্সের মালিক মো. সেলিম শেখ দীর্ঘদিন ধরে ঘনবসতি এলাকার মধ্যে ঝুটের গোডাউন তৈরি করে ব্যবসা চালিয়ে আসছেন। বীমার টাকা তোলার জন্য পরিকল্পিতভাবে এই গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে মালিকপক্ষ। এর আগেও দুইবার একইভাবে এই গোডাউনে আগুন লেগেছিল। গত দুইবারের মতো এবারও আগুন লাগার পর মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে আসেনি। এর মধ্যে ২০১৭ সালের ১৮ জানুয়ারি গোডাউনটিতে প্রথম দফায় রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ২০১৯ সালের ২৬ অক্টোবর একই গোডাউনে আগুন লাগে। দুই দফার আগুনে পার্শ্ববর্তী একাধিক বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দা মো. মাহফুজুল আলম সুমন বলেন, দুপুর ১২টার পর ধোঁয়া উড়তে দেখি। আস্তে আস্তে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দেই। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়া উড়ছে। ফলে আশঙ্কা রয়ে গেছে। এই ঝুটগুলো না সরালে আরও আগুন লাগতে পারে। আমরা গোডাউন মালিককে জানিয়েছি আবাসিক এলাকায় যেন এই ব্যবসা না করে। কিন্তু তিনি তারপরও শোনেনি। এটা বসতি এলাকা, কয়েকটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় স্কুলশিক্ষক মো. তুহিন আহমেদ বলেন, খানজাহান আলী জুট ট্রেডার্সের মালিক সেলিম শেখের ঝুটের গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের পাশেই আমার বাড়ি। ২০১৭, ২০১৯ ও ২০২৩ মিলিয়ে তিন দফায় এই গোডাউনে আগুন লেগেছে। মানুষের কৌতূহল হচ্ছে বার বার আগুন লাগার পরে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তিনি হারিয়ে যান। পাশে আমার বাড়ি থাকায় প্রতিবারই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর আগের বার বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়েছে। প্রায় দুই লাখ টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে। এবার টিনশেড বিল্ডিং করেছি। এবার সেটারও অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। গোডাউনের আশপাশে অনেকেই বসবাস করে। গোডাউন সরিয়ে নিতে বলা হলে তিনি সরিয়ে নেবেন বলে আশ্বাস দিলেও তা করেননি। এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানোর পরও এই জনবসতির মধ্যে তিনি গোডাউন চালিয়ে যাচ্ছেন।
আড়ংঘাটা ইউনিয়নের ইউপি সদস্য মো. আল-আমিন শেখ বলেন, এই নিয়ে তিনবার আগুন ধরেছে। প্রথমবার ফায়ার সার্ভিসের সঙ্গে থেকে আমি নিজে এলাকাবাসীকে নিয়ে আগুন নিভিয়েছিলাম। আগের মতো এবারও পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। সে (মালিক) কি যে ব্যবসা করে তা আমরা জানি না।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, আড়ংঘাটা বকুলতলা এলাকায় পাটের ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। রাতে আমাদের সদস্যরা এখানে থেকে কাজ করবেন। সম্পূর্ণ কাজ শেষ হতে আগামীকাল সকাল লেগে যেতে পারে।
পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে- স্থানীয়দের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারটা আমরা তদন্ত করে বুঝতে পারবো আসলে কী ঘটনা ঘটেছে। তার আগে বলা মুশকিল। যারা এখানে কাজ করে তাদের অসতর্কতাবশত বা বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে যেতে পারে। আগুন লাগার কারণটা কী এবং কী কারণে আগুন লেগেছে পরবর্তীতে আমরা জানাতে পারব। এর আগেও এখানে আগুন লেগেছিল, আমরা নেভাতে এসেছিলাম।
এদিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি খানজাহান আলী জুট ট্রেডার্সের মালিক মো. সেলিম শেখকে। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগুন লাগার সময় আমিও গোডাউনে ছিলাম। শ্রমিকরা কাজ করছিল। হঠাৎ করে দেখি ধোঁয়া উড়ছে, কিছু বুঝে উঠার আগে মুহূর্তেই আগুন লেগে যায়। দ্রুত সবাই বেরিয়ে আসি। আগুনে আমার প্রায় তিন কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অনেকে অনেক কথা বলবে। সত্যি-মিথ্যা কী আমার ক্ষতি হয়েছে, আমি বুঝছি জ্বালা কী। আমার ব্যাংক ঋণ রয়েছে ৬০ লাখ টাকা। ক্ষতি হয়েছে তিন কোটি টাকার ওপরে। গোডাউনে মেশিন রয়েছে ২ কোটি ৫০ লাখ টাকার। এবার বুঝাবো কাকে? আমার পার্টনারকে বুঝাতে পারছি না। ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিলে কেমন লাগে? আমি যদি বলি পেছন থেকে আগুন লাগিয়ে আমাকে আটক করানোর চেষ্টা করেছে তাহলে কেমন হবে? এর আগে একবার আগুন লেগেছিল। পরে তেমন কিছু হয়নি।
মোহাম্মদ মিলন/আরএআর