সাজেকে আগত পর্যটকদের গাড়ির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সাজেক হতে বাঘাইহাটে গাড়ি মুভমেন্টের সময় সকাল ১০টা এবং দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে এবং পরিবর্তিত সময়সূচি মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। সাজেক জোন কমান্ডার মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউল রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। 

সাজেকগামী পর্যটকদের গাড়ি ছাড়ার সময় সাড়ে ১০টার পরিবর্তে সকাল ১১টা করা হয়েছিল। কিন্তু গত ২৬ ডিসেম্বর বাঘাইহাট জোন কমান্ডারের কাছে সাজেক কটেজ মালিক সমিতি কতৃক আবেদনের প্রেক্ষিতে পুনরায় বাঘাইহাট আর্মি ক্যাম্প হতে সাজেকগামী পর্যটকদের সকালের গাড়ির ছাড়ার সময় ১১টার পরিবর্তে ১০টা এবং সাজেক থেকে বাঘাইহাটের গাড়ি ছাড়ার সময় বিকেল ৩টার পরিবর্তে ২টা করা হয়। 

সেই আবেদনের প্রেক্ষিতে দুর্গম রাস্তায় দুর্ঘটনা রোধে গাড়ির গতি সীমিত রাখাসহ বাঘাইহাট আর্মি ক্যাম্প হতে সাজেকগামী পর্যটকদের মুভের সময় সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং বিকেলের মুভের সময় ৩টার পরিবর্তে ২টা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি সাজেকগামী এবং সাজেক হতে আগত সকল যানবাহনকে নির্ধারিত স্থানে সাড়ে ৯টার মধ্যে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। যদি কোনো যানবাহন নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হয় তবে তাদেরকে পরবর্তী দলের সঙ্গে গমনাগমন করার জন্য বলা হয়েছে। 

মিশু মল্লিক/আরকে