যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে ইছামতি নদীর তীরে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বলা হলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে ইছামতি নদীর পাড়ে কাদার ভেতর থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৩৫০ গ্রাম। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এ্যান্টনি দাস অপু/আরএআর