কক্সবাজারে ইয়াবা মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বরুয়ার ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অংয়ের ছেলে মং সা, তাজ অংয়ের ছেলে চওনা, উলাটি অংয়ের ছেলে মং চেতে, মৎ সাওয়ের ছেলে উয়া নাই। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

ফরিদুল আলম জানান, ২০১৮ সালে সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণে ট্রলার সহকারে মিয়ানমারের ৬ নাগরিককে ৩ লাখ ইয়াবাসহ আটক করে কোস্টগার্ড। এই ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ৬ মায়ানমার নাগরিকের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাইদুল ফরহাদ/আরকে