সুপারির বস্তা ভাগাভাগিকে কেন্দ্র করে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে হেলাল মিয়া (৪৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল মিয়া একই ইউনিয়নের তারানগর গ্রামের ফালু মিয়ার ছেলে।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দুই শ্রমিককে আটক করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত এলাকায় চোরাই পথে ভারত থেকে আসা সুপারীর বস্তা পরিবহনের সময় ভাগাভাগি করাকে কেন্দ্র করে কাঁঠালবাড়ি এলাকার গারো শ্রমিক সিরাকের সঙ্গে বাঙালি শ্রমিক রাব্বুল মিয়ার কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে গারো ও বাঙালি শ্রমিকরা সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় বাঙালি শ্রমিক হেলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আলমগীর হোসেন, রাব্বুল মিয়া ও আবু সাঈদ নামে তিনজন বাঙালি শ্রমিক আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জিয়াউর রহমান/আরএআর