কক্সবাজারের রামু জোয়ারিয়ানালায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ রশিদ আহমদ (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রামু উপজেলা জোয়ারিয়ানালার রেঞ্জ ফরেস্ট অফিস এলাকার পূর্ব পাশে তুলা গাছতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলার জোয়ারিয়ানালার রেঞ্জ কর্মকর্তা কবির উদ্দিন।

তিনি বলেন, এখন প্রায় সময় লোকালয়ে হাতিরপাল দেখা যায়। রোববার সকালে একটি বন্যহাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। এ সময় ওই হাতির আক্রমণে ঘটনাস্থলে কৃষকের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে রামু থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

সাইদুল ফরহাদ/এফকে