মেট্রোরেলের ১৪তম চালান নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি হরিজন-৯। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে জাহাজটি।   

জাহাজটিতে মেট্রোরেলের ৪টি ইঞ্জিন, ৮টি কোচ এবং ৮৮ প্যাকেজ মেশিনারি এবং বেশ কিছু ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের  উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। 

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ও ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। দুপুরের পর থেকে মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাস হওয়া ইঞ্জিন ও অন্যান্য মালামাল বিশেষ নৌযানে করে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।
   
তিনি বলেন, বুধবার পর্যন্ত আসা মেট্রোরেলের ১৪টি চলানে ১৩৮টি কোচ ও ইঞ্জিন আমদানি, খালাস ও পরিবহন হয়েছে। 

মোহাম্মদ মিলন/আরএআর